বছরের সবথেকে রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে বলিউড


মঙ্গলবার,১৩/১১/২০১৮
682

বাংলা এক্সপ্রেস---

এই বছর বহু তারকা তার পছন্দের জুটি বেছে নিয়েছেন। শুধু তাই নয় অনেকের বাগদান পর্ব ইতিমধ্যে সেড়ে ফেলেছেন। বছর শেষে এবার সাত পাকে বাধা পরতে চলেছেন দীপিকা ও রনবীর জুটি। শুধু তাই নয় অফস্ক্রিন তাদের রোম্যান্টিক কার্জকলাপ ইতিমধ্যে ভাইরাল হয়ে উঠেছে। বছর শেষে এই জুটির বিয়ে নিয়ে উত্তেজনা তুঙ্গে।

ইতালির লেক কোমোতে দুই মতে বিয়ে সেরে মুম্বই ও বেঙ্গালুরুতে রিসেপশন পার্টির আয়োজন করেছেন হবু দম্পতি। মুম্বইয়ের রিসেপশনে রয়েছে অন্য চমক। রনবীর ও দীপিকার এই জুটির নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই জুটিকে নিয়ে আলোচনা তুঙ্গে । পদ্মাবতীর পর বারবার তাদের কেমিস্ট্রি হিট হয়েছে। শুধু তাই নয় অফলাইন তাদের রসায়ন এর সাক্ষী গোটা সিনে দুনিয়া । যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পরতে চলেছেন এই জুটি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট