খড়্গপুরে ট্রেনের ছাদে উঠে হাইটেনশান তারে হাত দিয়ে আহত এক যুবক


মঙ্গলবার,১৩/১১/২০১৮
486

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ছাদে উঠে হাইটেনশান তারে হাত দিয়ে ঝলসে গেল এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব শাখার খড়্গপুর রেল স্টেশনে।স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলা ৮.২০টা নাগাদ শিলচর তিরুবনন্তপুর এক্সপ্রেস ট্রেনটি যখন খড়্গপুর স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়েছিল সেই সময় এক যুবক আচমকাই ড্রাইভারের কেবিনের পেছন থেকে ট্রেনের ছাদে উঠে পড়ে।

ঘটনাটি দেখতে পেয়ে ওই যুবককে নেমে আসার জন্য অনেক অনুরোধ উপরোধ করলেও মুহূর্তের মধ্যে ট্রেনের ওপর দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুত পরিবাহী তারে হাত দিয়ে দেয় যুবকটি। এই ঘটনার সঙ্গে সঙ্গে আগুনের হলকা বেরিয়ে আসে তাঁর শরীর থেকে। আর যুবকটিও ট্রেনের ছাদ থেকে নীচে পড়ে যায়। ঘটনাটি জানতে পেরেই রেলের কর্মী ও আরপিএফ কর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খড়্গপুর রেল হাসপাতালে নিয়ে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। যুবকের পরিচয় জানাগেছে ।যুবকের নাম মুকুট রহমন নাগ। বাড়ি আসামের জোড়হাট জেলায় শিলাডুবি এলাকায়। আহতের বাড়িতে খবর পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট