কালি ঠাকুর এ আগুন লেগে বিপত্তি


মঙ্গলবার,১৩/১১/২০১৮
1258

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ঠাকুর ভাসানোর সময় কালী ঠাকুরের মূর্তিতে আগুন লেগে যায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বেলদা থানা এলাকার শ্যামপুরার ঘটনা। রবিবার বিকালে বেলদা যুবশক্তি ক্লাবের কালী ঠাকুর ভাসানোর সময় কালী ঠাকুরের মূর্তি ডাকের সাজ এবং মাথার চুলে অসাবধানতা বস্তুত আগুন লেগে যায়।

ঠাকুরের সামনে লাগানো ধুপের আগুন থেকে আগুন লেগেছে বলে অনুমান। তবে কারো কারো মতে বাজি ফাটানোর সময় বাজি আগুন থেকে আগুন ধরে যায়। ঘটনায় কালী ঠাকুরের অনেকাংশ পুড়ে ছাই হয়ে যায়। সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে যুবশক্তি ক্লাবের পক্ষ থেকে কোনো জানানো হয়নি।সূত্রের খবর এই বিপত্তি জেরে আবারো পুজো করা হবে যুবশক্তি ক্লাবের কালী ঠাকুরের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট