প্রতিটা ছবি যেমন চ্যালেঞ্জিং তার চেয়েও বেশী চ্যালেঞ্জ ধর্ষিতা হওয়া


সোমবার,১২/১১/২০১৮
956

বাংলা এক্সপ্রেস---

প্রতিটা ছবি যেমন চ্যালেঞ্জিং তার চেয়েও বেশী চ্যালেঞ্জ ধর্ষিতা হওয়া ৷ এমনই অভিজ্ঞতার কথা জানালেন দুই অভিনেএী
– একটি সিনেমা একদিকে যেমন ফ্যানেদের চাহিদা আবার অন্যদিকে প্রোডাকশন হাউসের চাপ এর মধ্যে অভিনয় টা তো করা যায় কিন্তুু যখন ঘনিষ্ঠ মুহূর্তের প্রশ্ন আসে তখন কী হয় তাই জানালেন অনুস্কা শর্মা এবং আলিয়া ভাট ৷ অনুস্কার কথায় প্রথমবার সত্যি ঘাবড়ে যেতে হয়েছিল ৷ এককথায় কিছু দিনের জন্য মানসিক অবসাদে ভুগেছিলাম ৷ অপরদিকে উড়তা পাঞ্জাবে কাজের সময় আলিয়াও রিয়লিস্টিক সেক্সচুয়াল অভিনয় করতে গিয়েও বেশ বিপাকে পড়েন ৷ খানিকটা সময় বাক্যহীন হয়ে যান তিনি৷ এমনই সব অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমকে জানালেন তারা ৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট