অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ


সোমবার,১২/১১/২০১৮
756

ডিজিটাল ডেস্ক---

বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন সাবেক ‘মিস ইন্ডিয়া’ ও ‘মিস লাভলি’ নীহারিকা সিং।

নীহারিকার অভিযোগ, ‘মিস লাভলি’র শুটিংয়ের সময় নওয়াজের সঙ্গে স্ক্রিন শেয়ার করি। সেই সময় আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের সৃষ্টি হয় কিন্তু সেই বন্ধুত্বকে অন্য পর্যায়ে নিয়ে যান তিনি। শুধু তাই নয়, তিনি জোর করে তার সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন এমনকি শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোর করেছেন বার বার।’

তিনি আরো অভিযোগ করেন, ‘আনওয়ার কা আজিব কিসসা সিনেমার শুটিং চলাকালীন সময় নওয়াজ একদিন ফোন করে বলেন, আমার বাড়ির কাছেই শুটিং করছেন তিনি। একথা শুনে আমার বাড়িতে আমন্ত্রণ জানাই তাকে এবং সকালের খাবার গ্রহণে অনুরোধ করি। তিনি আমন্ত্রণ পেয়ে দ্রুতই চলে আসেন আমার বাড়িতে। কিন্তু দরজাটা খোলার সঙ্গে সঙ্গে সে আমাকে জড়িয়ে ধরেন তারপর বার বার চেষ্টা করেও ওই সময় তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারিনি। শুধুমাত্র যৌনতার জন্যই আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করছিলেন।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট