পনের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেফতার হলেন স্বামী


শনিবার,১০/১১/২০১৮
439

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: পনের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। মৃতের নাম সবিতা পড়িহারি সাঁতরা(২১)। পুলিশ জানিয়েছে, ধৃত স্বামীর নাম কালিপদ সাঁতরা। বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার আমদাপাল গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের জেলার সাকরাইল ব্লকের চাঁদপাল গ্রামের অনিল পড়িহারি দেখাশুনা করে ২ বছর আগে তাঁর মেয়ে সবিতার বিয়ে দিয়েছিল বেলিয়াবেড়া ব্লকের আমদাপাল গ্রামের কালিপদ সাঁতরার সঙ্গে।

কালিপদ নিজের জমি চাষবাস ও ব্যবসা করত। অনিল বলেন,’শুক্রবার ভোর তিনটে নাগাদ জামাই ফোন করে বলল সবিতা গায়ে আগুন লাগিয়েছে। তারপর ফোন করে জিজ্ঞাসা করতে বলে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ অনিল ও তার পরিবারের সদ্যসরা ঝাড়গ্রাম হাসপাতালে এসে দেখেন সবিতার সারা শরীর পুড়ে গিয়েছে।

ধৃত স্বামী কালিপদকে শুক্রবার রাতেই পুলিশ গ্রেফতার করেছিলাম শনিবার ঝাড়গ্রামের এসিজেএম কোর্টে তোলে। পুলিশ ধৃতের বিরুদ্ধে বধূ নির্যাতন ও ষড়যন্ত্র করে খুনের ধারায় মামলা রুজু করেছে। ভারপ্রাপ্ত  এসিজেএম বিচারক সঞ্জীব রায় ধৃত কালিপদ সাঁতরাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট