পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের


শনিবার,১০/১১/২০১৮
480

বাংলা এক্সপ্রেস---

রেজিনগরঃ পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম আতিক খান(১৭)। মর্মান্তিক ঘটনাটি ঘটে মুশির্দাবাদ জেলার রেজিনগর থানার অমরপুর গ্রামে। শুক্রবার রাত্রে মৃত যুবক মোটর বাইকে বন্ধুকে চাপিয়ে পানের দোকানে যাচ্ছিল পান কিনতে। যাওয়ার সময় রেজিনগর ৩৪নং জাতীয় সড়ক পারাপার হতে গেলে রাস্তার মধ্যে একটি মহিষের সাথে তাদের ধাক্কা লাগে।

দুই বন্ধু জাতীয় সড়কের উপর পরে গেলে, পিছন থেকে একটি ১০চাকার ট্রাক আতিককে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়, স্থানীয় বাসিন্দারা রেজিনগর থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মুশির্দাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত আতিক খানের বাবার নাম সামাদ খান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট