ভাইফোটার স্পেশাল মিস্টি


বৃহস্পতিবার,০৮/১১/২০১৮
619

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ঘাটালে ভাইফোটার স্পেশাল মিস্টি নৌকা বিলাস, কোহিনূর, অালফানসো সন্দেশ, পেস্তাবাটি অাগামীকাল ভাইফোটা তাঁর অাগেই ঘাটালের মিষ্টি দোকানগুলি তৈরী নতুন নতুন অাইটেমের মিষ্টি নিয়ে। ঘাটালের সুইটি কর্নার, কালিকা সুইটস, বিমলা মিষ্টান্ন ভান্ডার, দে সুইটস নিউ মার্কেট। দে সুইটস যে নতুন মিষ্টি গুলি বিক্রি করছে সেগুলি হল অালফানসো সন্দেশ, কাজু রোল, বাটার স্কর্চ সন্দেশ, ক্রীম রোল, ভাঁইফোটা সন্দেশ।

কালিকা সুইটস নিয়ে এসেছে ক্যাটবেরি ক্ষীরমালাই, কেশর ক্ষীর মালাই, পেপের লাড্ডু, পোস্ত ক্ষীর কদম, চকোলেট বোম, কোহিনূর সন্দেশ। সুইটি কর্নার নিয়ে এসেছে পেস্তাবাটি, কেশর ভোগ স্পেশাল, শান্তি ভোগ, অামসত্বের সন্দেশ। বিমলা মিষ্টান্ন ভান্ডার নিয়ে এসেছে নৌকা বিলাস, ক্ষীর প্যাটিস, সরবাটি, নলেন গুড়ের পায়েস প্রমুখ। এই মিষ্টি গুলি দাম ৮, ১০, ১৫, ২০ টাকা। এক্ষুনি কিনে নিন শেষ হয়ে গেলে অার পাবেন না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট