কলকাতা: বড়বাজারের শিবতলা কাপড়ের গুদামে আগুন লাগে। দুপুর থেকে ধোঁয়া বের হয়। খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। একে একে পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। উজ্বল রায়ের বাড়ি ভাড়া দিয়েছিলেন পুরুষোত্তম ঝা কে। তিনি কাপড় মজুত রাখতেন ওই ঘরে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাইন্সিলর বিজয় ওঝা। তিনি জানান, ধোঁওয়া এতটাই ছিল যে ভিতরে ঢোকা যাচ্ছিল না। পিছনের জানালা ভেঙে দিয়ে ধোঁয়া বের করার চেষ্টা হয়। দমকল কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হাত লাগান।
বড়বাজারে কাপড়ের গুদামে আগুন, দমকলের ৫ টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে
বৃহস্পতিবার,০৮/১১/২০১৮
652
বাংলা এক্সপ্রেস---