কালীপূজোর থিমে ঝাড়গ্রামে এবার অমৃতসরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা


বৃহস্পতিবার,০৮/১১/২০১৮
506

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম অমৃতসরের ভয়াবহ ট্রেনদুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। রাবণবধ দেখতে গিয়ে মর্মান্তিক সেই দুর্ঘটনা এবার ঝাড়গ্রাম কালী পূজার থিম তুলে ধরা হচ্ছে। অমৃত শিব’ নামাঙ্কিত থেমে এবার চমক দিচ্ছে ঝাড়গ্রামের ঘোড়া ধরা স্টেডিয়ামের কাছে আরবান টিনস ক্লাবের সর্বজনীন শ্যামা পূজা কমিটির। মূল মণ্ডপের সামনে চল্লিশ ফুট বাই বাইশ ফুট জায়গা জুড়ে পুরাে থিমটিকে ফুটিয়ে তােলা হচ্ছে। অর্ধ পােড়া রাবণ, ট্রেন, দুর্ঘটনায় মানুষের মৃত্যু সবই বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।

সঙ্গে থাকছে সাউন্ড এফেক্টের ব্যবস্থা। চট, মাটি, খড়ে, থার্মোকল, রং, বাঁশ সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছে এই ভাবনাকে বাস্তবায়িত করতে। এবার ১৪তম বর্ষে উদ্যোক্তাদের বাজেট প্রায় আড়াই লক্ষ টাকা। পুজো উদ্যোক্তারা বলেন, “আমরা প্রতিবছর এমনভাবে কালীপুজো করি যাতে মানুষের ভাল লাগে। এবার পুজোয় বিশেষ আকর্ষণ হিসাবে অমৃতসরের ট্রেন দুর্ঘটনা টিকে থিমের আকারে তুলে আনা হযাছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট