ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত এক


বৃহস্পতিবার,০৮/১১/২০১৮
497

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: হাতির হানায় মৃত্যু হল এক ব্যাক্তির। মৃত ব্যাক্তির নাম রাম চাঁদ মান্ডি । বয়স 65 বছর l ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের প্রতাপপুর গ্রামের ঘটনা।কয়েকদিন ধরে ওই এলাকায় বেশকয়েকটি হাতি রয়েছে। আর সকাল হলেই খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে তারা। এর ফলে প্রচুর ধানজমি ও ফসল নষ্ট হচ্ছে। আজ ভোরের দিকেও জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে তারা। প্রত্যেক দিনের মতো এই দিনও প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে যাচ্ছিল । তখনি হাতির সামনে পড়ে যান। তাঁকে শুঁড় দিয়ে শূন্যে তুলে আছাড় মারে একটি হাতি। ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে নয়াগ্রাম থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় প্রতিবছর হাতির দল আসে। কিন্তু, এই হাতিগুলিকে আটকানোর জন্য বনদপ্তরের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয় না। এর ফলে নিত্যদিন হাতির হানার মৃতের সংখ্যা বেড়েই চলেছে।প্রতিবছর হাতির দল দাপিয়ে বেড়ায় নয়াগ্রামের বিভিন্ন গ্রাম পাতিনা, কলমাপুকুরিয়া , প্রতাপপুর বড়নেগুই , রামেশ্বর ,তপোবন বিভিন্ন এলাকা l
অন্যদিকে জেলার অন্য জায়গায় হাতির তান্ডবে ১৫০ বিঘা চাষের জমি নষ্ট ঘটনাটি ঘটেছে মানিক পাড়ার আমদই গ্রামে ৪৫টি হাতির একটি দল ডুকেছে যার ফলে শীতকালীন সবজির খতিতে চাষীদের মাথায় হাত l

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট