হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার এক যুবক


বুধবার,০৭/১১/২০১৮
524

বাংলা এক্সপ্রেস---

হরিহরপাড়াঃ হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার এক যুবক। মঙ্গলবার ভোর রাতে হরিহরপাড়া থানার পুলিসগোপনসুত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে। সুত্রে খবর মঙ্গলবার ভোর চারটে নাগাদ হরিহরপাড়া থানার সাহাজাদপুর বোলতলা এলাকা থেকে মাসুম আলি(২৬) ওরফে রিন্টু নামে ওই যুবককে গ্রেপ্তার করে।

ধৃত মাসুম আলির বাড়ি হরিহরপাড়া থানার মালোপাড়া গ্রামে বলে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক পিস্তল ও তিন রাউন্ড গুলি। তবে কিভাবে ওই যুবকের কাছে পিস্তল আসল তা খতিয়ে দেখছে পুলিস। হরিহরপাড়া থানার পুলিশ প্রাথমিক ভাবেমনে করছে অসৎ কোন উদ্দেশ্য থাকার জন্যই হয়ত সে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করত। মঙ্গলবার ধৃত মাসুম আলিকে বহরমপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছে হরিহরপাড়া থানার পুলিস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট