গাছ থেকে কাঠাল পাতা পাড়তে গিয়ে বিদ্যুতপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম পুথা বর্মন। ঘটনাটি রায়গঞ্জ থানার বারোদূয়ারী গ্রামে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে। জানা গিয়েছে প্রতিদিনের মত এদিন সকালে ছাগলের খাবারের জন্য কাঠালপাতা কাটতে ওঠে কাঠাল গাছে পুথা বাবু। কাঠাল গাছের পাশে ইলেকট্রিক হাই ভোল্টেজ তার থাকায় কাঠালের ডাল কাটতে গেলে ডালটি বিদ্যুতের তারের ওপরে পরে যায়। সঙ্গে সঙ্গে সে বিদ্যুতপৃষ্ঠ হয়ে পরে।ঘটনাস্থলেই মৃত্যু হয় পুথা বর্মনের। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাঠাল পাতা পাড়তে গিয়ে বিদ্যুতপৃষ্ঠ হয়ে মৃত্যু
বুধবার,০৭/১১/২০১৮
466
বাংলা এক্সপ্রেস---