বালিগঞ্জের রাসমনি ভবনে ধর্মীয় রীতি-নীতি মেনে মায়ের আরাধনায় রাসমনি পরিবার


বুধবার,০৭/১১/২০১৮
677

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: ২৫০ বছরের প্রাচীণ দুর্গাপুজো মহাধুমধামে পালিত হয়েছিল বালিগঞ্জে রাসমনি ভবনে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেরা আমন্ত্রিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোয় শারদ শুভেচ্ছা পাঠিয়েছিলেন রানি মা শ্যামলী দাসকে। দুর্গাপুজো শেষ হওয়ার পর এবার রাসমনি ভবন মেতেছে কালী পুজোর আনন্দে। ধর্মীয় রীতি-নীতি-ঐতিহ্য মেনে অমাবস্যা তিথিতে পুজো অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে পুজো অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। পুজো উপলক্ষ্যে রাতভর অতিথি অভ্যগতদের ভীড়ে জমজমাট ছিল রাসমনি ভবন। আলোয় আলোকোজ্বল ছিল গোটা বাড়ি। অতীন্দ্রনাথ দাস এস্টেটের প্রধান তথা রাসমনির নাত বউ শ্যামলী দাস বলেন, চিরাচরিত নিয়ম ও রীতি-নীতি-ঐতিহ্য মেনে পুজো অনুষ্ঠিত হয়ে অাসছে রাসমনি ভবনে। মায়ের কাছে আর্তি সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে। হিংসা দূর হোক। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মা যেন সকলকে সাহস ও শক্তি জোগায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট