আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই প্রধান কাজ: সূর্যকান্ত মিশ্র


বুধবার,০৭/১১/২০১৮
383

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে সারা দেশের মানুষের প্রধান কাজ কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করা। বুধবার নভেম্বর বিপ্লবের ১০২ তম দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এরাজ্যেও বাম-গনতান্ত্রিক জোটের নেতৃত্বে বিকল্প সরকার গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। কর্ণাটকের উপনির্বাচনে বিজেপির ভরাডুবি প্রসঙ্গে এদিন সূর্যবাবু বলেন, এটা শুরু। এখনও অনেক বাকি আছে।

এদিন নভেম্বর বিপ্লব দিবস উদযাপন উপলক্ষে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে বাম ও বাম সহযোগি দলগুলির শীর্ষ নেতারা হাজির হয়েছিলেন। সূর্যকান্ত মিশ্র ছাড়াও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, আরএসপি-র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী, সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সহ অন্যান্য বাম নেতারা লেনিন মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট