জানবাজার যুবকবৃন্দের কালী পুজোর ভাবনায় এবার মিশর রহস্য


বুধবার,০৭/১১/২০১৮
744

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: কালীপুজোয় মাতোয়ারা মহানগরী কলকাতা। মধ্য কলকাতার কলিং স্ট্রিটে জানবাজার যুবকবৃন্দের কালীপুজো ঘিরে উদ্দীপনা তুঙ্গে। সর্বধর্ম মিলনের মেলবন্ধন এখানকার পুজো ঘিরে। স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বর্ণকমল সাহা সহ বিশিষ্টজনেদের উপস্থিতিতে উদ্বোধন হল এবছরের কালীপুজোর আয়োজনের।

পুজো কর্তারা জানালেন, পুজোর দিনগুলিতে পাড়ার সকলে উৎসবে মেতে ওঠেন পুজো মন্ডপে। ভেদাভেদ থাকে না জাতিধর্মের। এই পুজো ঘিরে গোটা এলাকা আলোয় ভাসছে। পুজোর দিনগুলিতে বহু মানুষের সমাগম ঘটবে বলে জানালেন পুজোর কর্মকর্তারা। জানবাজার যুবকবৃন্দের এবছরের পুজোর ভাবনা মিশর রহস্য। মন্ডপ সজ্জায় উঠে এসেছে প্রাচীণ ইতিহাস। দর্শনার্থীররা মিশরের সেই ইতিহাস চোখের সামনে দেখতে পাবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট