হরিদেবপুরে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের করুণাময়ী কালী পুজো ২৫৯ তম বর্ষে পা দিল


বুধবার,০৭/১১/২০১৮
752

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: দক্ষিণ কলকাতার হরিদেবপুরে করুনাময়ী কালী মন্দিরের কালী পুজো সারা বাংলার মধ্যে একটি ঐতিহ্যবাহী সুপ্রাচীন কালী পুজাে। ১৭৬০ সালে তদানীন্তন কলকাতার জমিদার সাবর্ণ রায়চৌধুরী বংশের ২৭তম বংশধর নন্দদুলাল রায়চৌধুরী স্বপ্নাদিষ্ট হয়ে এই মন্দির প্রতিষ্ঠা করে কালী পুজাে শুরু করেন।

এবার ২৫৯ তম বর্ষে পদার্পন করলো এই কালী পুজাে। আগে এই কালী পুজােয় ছাগ বলির প্রচলন থাকলেও ২০০৪ সাল থেকে ছাগ বলির পরিবর্তে জোড়া আঁখ ও চালকুমড়োর বলি হয়। এই পুজোর অন্যতম আকর্ষণ “কুমারী পুজাে”, এবার নবম বর্ষে পড়ল কুমারী পুজো। কালী পুজোর দিন মাকে নতুন অলংকার সহ রাজবেশে সাজানো হয়। কালী পুজোর পরের দিন মাকে দেওয়া হয় বিশেষ অন্নকূট ভোগ। এদিন বহু মানুষ এই ভোগ গ্রহণ করেন।এই পুজোয় ভক্ত সমাগম হয় লক্ষাধিক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট