৩২টি হাত ও ১৬টি মুখের কালী প্রতিমা ঝাড়গ্রাম নবচেতনা ক্লাবের মুল আকর্ষন


মঙ্গলবার,০৬/১১/২০১৮
527

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের কালীপুজোয় এবার থিমের ছড়াছড়ি। কোথাও ৩২হাত ও ১৬টি মুখের কালী হচ্ছে। আবার কোথাও কাচের বোতলের তৈরি মণ্ডপ হচ্ছে। শহরের নবচেতনা ক্লাবের পুজো এবার ৩১ বছরে পড়ল। রবীন্দ্র পার্কের ভিতরে এই পুজো হচ্ছে। জ্বলন্ত সূর্যের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপ তৈরিতে কাপড় ও থার্মোকল ব্যবহার করা হয়েছে।

নবচেতনার পুজোর এবার বিশেষত্ব হল ৩২টি হাত ও ১৬টি মুখের কালী প্রতিমা। কালী প্রতিমাটির উচ্চতা ১৪ফুট। পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ঝুমুর গান, বাউল সঙ্গীত ও বাংলা ব্যান্ড থাকছে। সঙ্গে গণ ভাইফোঁটার অনুষ্ঠান রয়েছে। পুজো কমিটির সভাপতি জয়দীপ ঘোষ বলেন, এবারের পুজোর মূল আকর্ষণ কালী প্রতিমা। ৩২টি হাত ও ১৬টি মুখের প্রতিমা মানুষের মন কাড়বেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট