কংগ্রেস কর্মী খুনের ঘটনায় দীঘল গাও গ্রামের বিভিন্ন জায়গা থেকে সাতজনকে গ্রেপ্তার


সোমবার,০৫/১১/২০১৮
419

বাংলা এক্সপ্রেস---

গতকাল চোপড়ায় রাজনৈতিক সংঘর্ষের জেরে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় দীঘল গাও গ্রামের বিভিন্ন জায়গা থেকে সাতজনকে গ্রেপ্তার করে চোপরা থানার পুলিশ। কংগ্রেস কর্মী খুনের ঘটনায় ধৃতরা জানিয়েছেন, তারা ওই এলাকার দোকানদার। তারা তাদের দোকানেই ছিলেন তারা কোনো রাজনৈতিক দল করেন না। এই ঘটনার সাথে তারা কোনভাবেই যুক্ত না। তবুও পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। সোমবার ধৃতদের ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে দিন চোপড়ার লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি যে কোনো রকমের গন্ডগোলের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মৃত কংগ্রেস কর্মী মোঃ শাকিল এর মৃতদেহ এদিন এলাকায় নিয়ে যাওয়া কে কেন্দ্র করে চাপা উত্তেজনার রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট