কালীপূজোর আগে প্লাস্টিকের জবার মালায় ছয়লাপ ঝাড়গ্রাম বাজার


সোমবার,০৫/১১/২০১৮
1454

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: শ্যামা মায়ের গানের কলিতেই ভেসে ওঠে ” মায়ের পায়ে জবা হয়ে হোক না ফুটে মন ” জবা ফুল ছাড়া শ্যামা মায়ের আরাধনাই যেন অধরা থেকে যায়। মায়ের পুজোর ফুলের মধ্যে জবা আবশ্যিক। জবার মালা মায়ের গলায় না পরালে পুজোই সম্পূর্ণ হয়না। কিন্তু হাজার হাজার কালীপ্রতিমার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ জবা ফুল। গাঁদাফুলের মতো জবাফুলের চাষ তো হয়না। ফলে আকাল দেখাই যায় মায়ের পায়ের জবার।

তাই সেই লাল টকটকে জবাফুলের প্রয়োজন মেটাতে বাজারে এসেছে কৃত্রিম প্ল্যাস্টিকের জবাফুলে মালা। প্ল্যাস্টিকের জবার মালা দেদার বিকাচ্ছে ঝাড়গ্রাম বাজারে। প্লাস্টিকের সিঁদুর রঙের জবায় ভরে রয়েছে ঝাড়গ্রাম বাজার । ৮ থেকে ১০ ফুটের লম্বা জবার মালা নিয়ে হাজির ফুল বিক্রেতারা। কালীপুজোর আগে বাজারে জবার ঢল নামলেও বিক্রেতারা জানাচ্ছেন, এ বার প্লাস্টিকের জবা ফুল ও জবার মালার দাম থাকবে অন্য বারের তুলনায় অনেকটা বেশি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট