বেলডাঙায় সোনার দোকানে বড়সড় চুরির ঘটনা ঘটল


সোমবার,০৫/১১/২০১৮
513

বাংলা এক্সপ্রেস---

বেলডাঙ্গাঃ বেলডাঙায় সোনার দোকানে বড়সড় চুরির ঘটনা ঘটল। সোনার দোকান থেকে প্রায় ২০লক্ষ টাকার গহনা চুরি অভিযোগ। বার বার বেলডাঙা এলাকায় চুরির ঘটনায়ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাত্রে সারগাছি বাজার এলাকায় পুলিশফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে। এই ঘটনা নিরব পুলিস প্রশাসন প্রায় ৩০ ভরি সোনার গহনা এবং ৫০ কেজি রূপোর গহনা চুরি হয় বলে জানা গিয়েছে। যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর দোকানের নাম শুকুরুল্লা জুয়েলার্স। দোকানটি চালায় পিয়ারুল সেখ ৫ বছর আগে থেকে সোনার ব্যাবসা শুরু করে পিয়ারুল। রবিবার গভীর রাতে দোকানের তিনটে গেট ভেঙে ভিতরে ঢোকে লোহারাম বাক্স ভেঙে প্রায় ৩০ ভরি সোনা এবং ৫০ কেজি রূপো চুরি যায় বলে জানায় দোকান মালিক। সোমবার সকালে পিয়ারুল দোকান খুলতে গিয়ে দেখে দোকানের সাটার ভাঙাদোকানে সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরেরা সোনার জিনিষ চুরি করে শেষে সিসিটিভির হারডিক্স নিয়ে চম্পট দেয় সারগাছি মোড়ে সোনার দোকানে চুরি এই প্রথম নয় এর আগে বহুবার হয়েছে বলে জানিয়েছে সাধারন মানুষ। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট