বাগনান ষ্টেশনের ফুট ওভারব্রিজের অসমান সিঁড়ি নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা


রবিবার,০৪/১১/২০১৮
461

আক্তারুল খাঁন---

হাওড়া: বাগনান ষ্টেশনের ফুট ওভারব্রিজের সিঁড়ির ধাপ কোথাও উঁচু নিচু, ছোট-বড় কোথাও আবার অসমান। এই ফুটওভার ব্রিজটিকে নিয়ে যাত্রীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যে ফুটওভার ব্রিজ টি নেমেছে সেটি দিয়ে অধিকাংশ সময় রেল যাত্রীরা ওঠানামা করেন। অথচ এই সিঁড়িটি দীর্ঘদিন ধরে বিপদজনক হয়ে রয়েছে। এই সিঁড়ি গুলির ধাপ উঁচু নিচু কোথাও অসমান হয়ে থাকার কারণে যে কোন সময় ছোটোখাটো দুর্ঘটনার লেগেই থাক। স্টেশনে যখন একাধিক ট্রেন এসে যায় তখন সিঁড়ি দিয়ে উঠানামার সময় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

প্রীতম জানা নামে এক রেল যাত্রী জানান সিঁড়ি দিয়ে নামার সময় একটু অসতর্ক হলেই পা পিছলে পড়ে যেতে হয়।সেখ রাজু নামে এক বাসিন্দা জানান রেল লাইন পারাপার করার জন্য স্টেশনের ওভারব্রিজেটিই ব্যবহার করতে হয়। সেই কারণে বাগনান ষ্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িটি সবথেকে গুরুত্বপূর্ণ‌। অথচ সেই সিঁড়িটিই বেহাল অবস্থা?যখন ষ্টেশনে একাধিক ট্রেন এসে দাঁড়িয়ে যায় তখন অগনতি মানুষ মানুষ এই সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে ওঠানামা করতে থাকেন।তাই এখানে বড়সড় দূর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর সাঁতরাগাছি দুর্ঘটনার পর একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে‌। সেই কমিটিই অন্য ষ্টেশন গুলির ফুটওভার ব্রিজ গুলি খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। তারপরই যথাযথ ভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট