এন আর সি থেকে শিক্ষা, অসম গণহত্যা ইস্যুতে তৃণমূলকে টেক্কা দিতে মরিয়া বাম ও কংগ্রেস


শনিবার,০৩/১১/২০১৮
605

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: অসমের তিন সুকিয়ায় নারকীয় গনহত্যার প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা। রাজপথে নেমে প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস সহ বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলই। পায়ের তলার হারানো মাটি পুনরুদ্ধারে অসম ইস্যুকেই পাখির চোখ করতে চাইছে এরাজ্যের বাম ও কংগ্রেস।

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের মত, অসম ইস্যুতে লাগাতার কর্মসূচি রেখে বাঙালি আবেগ ঘরে তুলোই লক্ষ্য তাদের। এই ইস্যুতে সোমেন মিত্র থেকে সূর্যকান্ত মিশ্র- নিজ নিজ দলের কর্মসূচিতে পথে নেমেছেন। বাংলায় ভেস্টিভ মুডের মধ্যেও শনিবার রাজ্য জুড়ে কালা দিবস পালন করেছে কংগ্রেস।

সিপিএমের পক্ষ থেকেও জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এন আর সি-র প্রতিবাদে শুরু থেকেই তৃণমূল কংগ্রেস যে ভাবে গোটা দেশের ইস্যুতে পরিনত করতে সক্ষম হয়েছিল তাতে করে এরাজ্যের বিজেপি বিরোধী অন্যান্য দল হালে পানি পাইনি। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের মত, এবার তাই অসমের গণহত্যার প্রতিবাদে পথে নামতে সামান্য সময়টুকু নষ্ট করেনি বাম ও কংগ্রেস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট