সামনেই দীপাবলী, দীপাবলি মানেই আলোর উৎসব। তবে এই উৎসবে যারা আলো জ্বালানোর কারিগর। রাত জেগে চলছে প্রদীপ তৈরির কাজ। মাটির প্রদীপ বানিয়ে সকলের ঘরে আলো ফোটাতে তারা আজ ব্যাস্ত। শুধু তাই নয় পরম্পরা ক্রমে বাজারে নানান আলোর রোশনাই আসলেও আসলেও মাটির প্রদীপের কদর একটুও কমেনি। যত্ন সহকারে সুন্দর কারুকার্য সহকারে প্রদীপ বানাচ্ছেন কারিগর। এই দীপাবলিতে তাদের মুখে হাসি ফোটাতে আপনিও কিনতে পারেন কিছু প্রদীপ। আলোর উৎসবে আলো জ্বলুক সবার ঘরে, হাসি ফুটুক সবার মুখে। রঙিন হোক এই দীপাবলী।
অন্ধকারে আলো জ্বালানোর পথ দেখাচ্ছে এরা
শনিবার,০৩/১১/২০১৮
654
বাংলা এক্সপ্রেস---