বাংলাদেশী সন্দেহে চুঁচুড়া সিঙ্গীবাগান থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। প্রভাস ঢালীর বাড়িতে গত দের মাস ধরে ভারা ছিল হারুন সেখ। জানাগেছে বাংলাদেশের বাসিন্দা হারান। তার বিরুদ্ধে বেশ কিছু চুরির অভিযোগও রয়েছে। বিভিন্ন জায়গায় নাম ভাঁড়িয়ে থাকত হারান। আজ হাওড়া মালি পাঁচঘরা থানার পুলিশের একটি দল সিঙ্গীবাগানে আসে। প্রভাস ঢালীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কোমরে দরি বেঁধে নিয়ে যায়। শুধু চুরিই করত নাকি অন্য কোনো উদ্যেশ্যে ওই ব্যাক্তি বিভিন্ন জায়গায় থাকত তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদেশী সন্দেহে চুঁচুড়া সিঙ্গীবাগান থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার
শনিবার,০৩/১১/২০১৮
429
বাংলা এক্সপ্রেস---