১৪ বছরের মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে উদ্ধার করলো নয়াগ্রাম ব্লক প্রশাসন


শনিবার,০৩/১১/২০১৮
491

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম এর নয়াগ্রাম বাজার থেকে ১৪ বছরের এক মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ব্লক প্রশাসন এর উদ্যেগে উদ্ধার করলো নয়াগ্রাম থানার পুলিশ। ঘটনায় জানা যায় কয়েকদিন ধরে নয়াগ্রাম ব্লকের বিভন্ন জায়গায় দেখা যায় এই নাবালিকাকে। সূত্র মারফৎ নয়াগ্রাম ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরেন্দ্রনাথ পতির কাছে খবর যায় তারপর তিনি উদ্যোগ নিয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের ডি.এস.পি অপারেশন 2 সুব্রত মন্ডলের সঙ্গে আলোচনা করে ওই নাবালিকাকে নয়াগ্রাম বাজার থেকে উদ্ধার করে নয়াগ্রাম থানায় নিয়ে আসা হয়। থানা থেকে নতুন বস্ত্র ও দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়।

এরপর নয়াগ্রাম মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার শান্তুনু টুডু এসে ওই নাবালিকার মেডিকেল চেকআপ করানো হয়। এরপর পশ্চিম মেদিনীপুর জেলার কৃষ্ণপুরে দাঁতুন মানবকল্যান কেন্দ্রে খবর দেওয়া হয় এবং সেখান থেকে পশ্চিম মেদিনীপুর জেলা চাইল্ড লাইন এর সদস্য সোমা সেন নয়াগ্রাম থানায় এসে ওই নাবালিকাকে নিয়ে যান দাঁতুনের এই বেসরকারি হোমে। এখন পর্যন্ত ওই নাবালিকার পরিচয় জানা যায়নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট