চুরি করতে গিয়ে ধরা পড়ে গনপ্রহারে মৃত্যু হল এক যুবকের


শনিবার,০৩/১১/২০১৮
515

বাংলা এক্সপ্রেস---

নওদাঃ চুরি করতে গিয়ে ধরা পড়ে গনপ্রহারে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম রাইহান মন্ডল(২২)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার রাজপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাত্রে। গৃহকর্তা তোফাজ সেখ জানান যে, বৃহস্পতিবার গভীর রাত্রে চার জনের ডাকাত দল তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করে। গৃহবধূ মধুমালা বিবির চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়। তারা ডাকাতদলকে পাকড়াও করার চেষ্টা করে।

চার জনের মধ্যে তিনজন পালিয়ে গেলেও রাইহান মন্ডল জনতার হাতে ধরা পড়ে যায়। ধরা পড়ার পরেই শুরু হয় গনপ্রহার। গনপ্রহারে গুরুত্বর জখম হয় রাইহান মন্ডল। স্থানীয়রা জখম অবস্থায় রাইহানকে নিয়ে যায় আমতলা গ্রামীন হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় রাইহানের। মৃত যুবকের বাড়ি নওদা থানার সোনাটিকুরী গ্রামে বলে জানা গিয়েছে। নওদা থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট