কলকাতা: আসামের তিন সুকিয়ায় নারকীয় গনহত্যার প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা। রাজপথে নেমে প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস সহ বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলই। শনিবার রাজ্য জুড়ে কালা দিবসের ডাক দিয়েছে কংগ্রেস।
এদিন সিপিএমের কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। শহরের বিভিন্ন প্রান্তের সিপিএমের কর্মীরা মিছিলে অংশগ্রহন করেন। লেনিন মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় মৌলালিতে। অসমের বিজেপি সরকার ও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে জাতি বিদ্মেশের অভিযোগে গর্জে ওঠেন সিপিএমের নেতা কর্মীরা।