বিদ্যাসাগর বিদ্যাপীঠে আতশ বাজি উৎসব


শনিবার,০৩/১১/২০১৮
521

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগের স্কুলে বঙ্কিম স্মৃতি সবপেয়েছির আসরের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে আতশ বাজি উৎসব পালিত হল। স্কুলের প্রধান শিক্ষক অরূপ ভুইয়্যা ফানুস উড়িয়ে সূচনা করেন। আসরের ছেলে মেয়েরা ও তাদের অভিভাবকরা অংশ নেয়।

সেই সাথে বিজয়া উৎসব এবং সবপেয়েছির আসরের প্রতিষ্ঠাতা অখিল নিয়োগী জন্মদিন পালন করা হয়। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৬ জানুয়ারি প্রদ্যুৎ স্মৃতি সদন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে নাচ, ছড়া, নাটকের মহড়া অনুষ্ঠিত হয় এদিন। অনুষ্ঠানে হাজির ছিলেন, অঞ্চল কার্যকরী যুগ্ম সংগঠক পূর্ণেন্দু জানা, আসর যুগ্ম সংঘমিত্র নিখিল দাস, কোষাধ্যক্ষ সুব্রত খাঁড়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট