ঝাড়গ্রামে বিজেপি কর্মী খুন ,অভিযোগের তীর শাষক দলের বিরুদ্ধে


শুক্রবার,০২/১১/২০১৮
479

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার গোপিবল্লভপুর ২ নং ব্লকের চোরচিতার ভামাল গ্রামে খুন বিজেপি কর্মী । খুনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে । মৃত বিজেপি কর্মীর নাম রামপদ বেরা । ঐ বিজেপি কর্মীকে টাঙ্গিদিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। জানাগেছে শুক্রবার সকাল বেলায় রামপদ বেরা তার মেয়ের বাড়ী থেকে আসছিল তখন রাস্তার মধ্যে কয়েক জন দুস্কৃতি রামপদ বাবুর উপর চড়াও হয় এবং পিছন থেকে টাঙ্গি দিয়ে আঘাত করে।

ঐ অবস্হায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রামপদ বাবু ,তারপর তাকে উদ্ধার করে তপশিয়া সুপার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। ঐ ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে উঠে ঐ এলাকা । এলাকায় সংঘর্ষ বাধে এবং বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি রাজীব বেরা অ্যাসিড আক্রান্ত হয় এবং তাকে তপশিয়া হাসপাতালে ভর্তি করা হয় । ঐ ঘটনার পর থেকে থমথমে এলাকা। মোতায়েম করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট