আজ “কিং অফ রোমান্সের” জন্মদিন


শুক্রবার,০২/১১/২০১৮
904

বাংলা এক্সপ্রেস---

সকাল হতে না হতেই শুভেচ্ছাবার্তা ভেসে আসতে থাকে ফেসবুক টুইটার,ইন্সটাগ্রাম জুড়ে। শুধু তাই নয়, সাথে ভেসে আসছে অভিনন্দনের ঝড়। আজ যে কিং খানের জন্মদিন।শাহরুখ এর জন্মদিন বলে কথা, তার ফ্যানরা স্বাভাবিক ভাবে আজকের দিনের জন্য অপেক্ষা করে থাকে, তাদের প্রিয় মানুষ টিকে শুভেচ্ছা জানানোর জন্য। দীর্ঘ বছর ধরে তিনি বলিউডের রাজ করে চলেছেন। হাজার হাজার নারীর স্বপ্নের নায়ক তিনি। কলেজ থেকে স্কুল অনেকে মেয়ের স্বপ্নের রাজকুমার তিনি।

কেউ কেউ আবার তাকে একবার দেখার জন্য যে কোন কিছু করতে প্রস্তুত। সত্যি তিনি কিং খান। তার জন্মদিন প্রিয় জনেরা আজ আপ্লুত।স্বাভাবিক ভাবেই বাজিগর তিনি। তার জাদুতে মাতাল হাজার সিনেমা প্রেমী। কুচ কুচ হোতা হ্যায় আজও ঝড় তোলে টিনেজার হৃদয়ে। রাজ এর চরিত্রে তার অভিনয়ে মুগ্ধ দেশবাসী। তার হাসিতে পাগল সিনে দুনিয়া। আজ শুভ জন্মদিনের বলিউডের বাজিগরকে জানাই শুভ জন্মদিনের প্রীতি শুভেচ্ছা বাংলা এক্সপ্রেসের পক্ষ থেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট