পূজোর চাঁদা তুলতে গিয়ে প্রান হারাল যুবক


শুক্রবার,০২/১১/২০১৮
489

বাংলা এক্সপ্রেস---

পূজোর চাঁদা তুলতে গিয়ে প্রান হারাল এক যুবক। এদিন সকালে স্থানীয় দের সাথে চাঁদা তুলতে বেরিয়েছিল ইশ্বর নস্কর।ঘটকপুকুরে মেনরোডে চাঁদা তুলছিল স্থানীয়দের সাথে। সেই মুহুর্তে এক লড়ির ধাক্কায় লূটিয়ে পড়ে ইশ্বর। সেখানেই প্রান হারান বছর ৩০ এর এই যুবক। পিশে দিয়ে চলে জায় তার দেহ।

সুত্রের খবর অত পর প্রশাসন এসে উদ্ধার করে তাকে। এই খবর পাওয়ার পর শোকের ছায়া এলাকাজুড়ে। লরিটিকে আটক করা হয়েছে। দীপাবলীর আগে চলে গেল এক তরতাজা প্রান।শেষ রক্ষা হল না। ঘটকপুকুরের বাসিন্দা ইশ্বর নস্করের। তিনি ফুলের ব্যাবসা করতেন। আলোর উতসবে অন্ধকার নেমে এল ইশ্বরের পরিবারে। স্তম্ভিত এলাকাবাসী। এলাকার পরিচিত এই যুবক কে হারিতে শোকস্তব্ধ ঘটকপুকুর বাসী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট