গাঁজা পাচার হবার আগেই দুই পাচারকারী গ্রেপ্তার


শুক্রবার,০২/১১/২০১৮
454

বাংলা এক্সপ্রেস---

ইসলামপুর : গাঁজা পাচার হবার আগেই দুই পাচারকারীকে গ্রেপ্তার করলো ইসলামপুর থানার পুলিশ। এছাড়াও ঘটনায় যুক্ত একটি মোটর বাইককেও আটক করেছে পুলিশ। ইসলামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ইসলামপুর থানার পুঠিয়া মোড় এলাকায় নাকা চলাকালীন পুলিশ একটি মোটর বাইককে আটক করে। মোটর বাইকে থাকা দুই পাচারকারী শুধু গাঁজা পাচারের সাথেই যুক্ত নয়।

পাচারকারীরা এলাকার কুখ্যাত অপরাধী বলে পরিচিত। ইসলামপুর মহকুমার বিভিন্ন থানা ও বিহারে চুরি ছিনতাই ডাকাতি খুন সহ বহু অপরাধে যুক্ত রয়েছে ধৃতরা। ধৃতরা হলো ইসলামপুর ব্লকের রামগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েতের রাজাভিম এলাকার বাসিন্দা দর্শন আলি এবং মাটিকুন্দা-১ গ্রাম পঞ্চায়েতের পোখর পাড়া এলাকার ফজিল ওরফে ফোচো। ধৃতদের কাছ থেকে দুটি বস্তায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ধৃতদের রায়গঞ্জ স্পেশাল কোর্টে পাঠানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট