চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নেমে ৩৬০০ লিটার চোলাই মদ নষ্ট করলেন পশ্চিম মেদিনীপুর জেলা আবগারি দপ্তর


শুক্রবার,০২/১১/২০১৮
516

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামল পশ্চিম মেদিনীপুর জেলা আবগারি দপ্তর। এদিন ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের অন্তর্গত শালবনী থানার জলহরি, মৌপাল এবং পিড়াকাটা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৬০০ লিটার চোলাই মদ নষ্ট করলেন আবগারি দপ্তরের অধিকারিকেরা। এরই সাথে বেশ কিছু চোলাই মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করার পাশাপাশি বেআইনী এই চোলাই মদ তৈরির অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধৃত তিন জন হলেন মৌপালের বাসন্তী কিস্কু, পিড়াকাটার চাদমনি হেমরম, জলহরির বর্ধা সরেন। এই তিনজনের বাড়িতে চোলায় মদ তৈরি হতো বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট অফ এক্সাইজ একলব্য চক্রবর্তী। তিনি বলেন, “এলাকার লোকেরা আমাদের কাছে অভিযোগ করছিল। সেই অভিযোগ পেয়েই রাজ্য পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে এই চোলাই মদ উদ্ধার হয়েছে।” এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানান তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট