ঝাড়গ্রাম: বকেয়া বেতন না পেয়ে কারখানার কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকেরা। বকেয়া টাকা না আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান কারখানার শ্রমিকেরা। ঘটনাটি ঝাড়্গ্রাম জেলার লোধাশুলি অঞ্চলের বেলদা পেপার মিলে। বৃহস্পতিবার ইউনাইটেড পেপার অ্যান্ড বোর্ড ইন্ডাস্ট্রি র পুরুষ, মহিলা শ্রমিকেরা গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
শ্রমিকদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এভাবেই কর্মবিরতি চালিয়ে যাবেন। শ্রমিকদের অভিযোগ ২০১৪ থেকে ২০১৬ সালের ওভার টাইমের বকেয়া টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি ২০১৬ সাল থেকে বকেয়া এরিয়ারও দেওয়া হয়নি, শ্রমিকদের পিএফের টাকা কাটা হলেও জমা পড়ছে না বলে অভিযোগ।