রোগী মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় সরকারি হাসপাতাল


বৃহস্পতিবার,০১/১১/২০১৮
668

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: আবারও কাঠগড়ায় সরকারি হাসপাতাল। গাফিলতিরর জেরে রোগী মৃত্যুর অভিযোগ। এবার রোগী মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় সরকারি হাসপাতাল। গত ২২শে অক্টোবর চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে ভর্তি করানো হয় শর্মীষ্ঠা বসু ভট্টাচার্য নামে ৩৪ বছর এর এক প্রসূতিকে। পরিবারের অভিযোগ গত ২৩ তারিখ কন্যাসন্তানের জন্ম দেন শর্মিষ্ঠাদেবী। অস্ত্রোপচার এর মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন প্রসুূতি।

কন্যা সন্তান জন্ম হওয়ার পরই ওই প্রসূতির অবস্থার অবনতি হয়। ফলে সেদিনই ফের অস্রোপচার করা হয়। অভিযোগ বৃহস্পতিবার ভোরে বাথরুমে যাওয়ার জন্য বেড থেকে উঠতে যান শর্মিষ্ঠা। তবে সেই সময় বেডের কাছে কোনো আয়া বা নার্স না থাকায় কার্যত একা একাই বেড থেকে বাথরুমে যান। বাথরুম থেকে ফেরার পথেই আচমকাই পড়ে যান তিনি। রক্তাত্ব অবস্থায় তাকে আইসিইউ তে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষনা করা হয়। মৃত শর্মিষ্ঠা বসুর পরিবারের অভিযোগ হাসপাতালের গাফিলতি ও উদাসীনতায় মৃত্যু হয়েছে। পুরো বিষয়টি নিয়ে হাসপাতাল কতৃপক্ষকে লিখিত অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট