যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হচ্ছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস


বৃহস্পতিবার,০১/১১/২০১৮
580

বাংলা এক্সপ্রেস---

যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হচ্ছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস। প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে এই উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সকালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা সহ দল ও দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দলীয় কর্মী সমর্থকরা। পরে গান্ধীঘাটে গিয়ে জাতীয় নেতাদের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করেন।

১৯৮৪ সালের ৩১ অক্টোবর। ভারতের ইতিহাসের কালো দিন। ওইদিন সকাল ৯টা ২০ মিনিটে তাঁর নয়াদিল্লির সফদর জং রোডের বাসভবনে, তাঁকে গুলি করে হত্যা করে তার দুজন শিখ দেহরক্ষী সতওয়ান্ত সিং ও বেয়ান্ত সিং। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের দুই মেয়াদের প্রধানমন্ত্রী। ৩০ টি বুলেট তাঁর শরীর ঝাঁঝরা করে দেয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট