রান ফর ইউনিটি ম্যারাথনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব


বৃহস্পতিবার,০১/১১/২০১৮
487

প্রসেনজিৎ দাস---

আগরতলা: আগরতলার বিবেকানন্দ ময়দানে রান ফর ইউনিটি ম্যারাথনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন দেশব্যাপী ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মতিথি পালিত হচ্ছে। আগরতলা শহরে এই ম্যারাথনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেও ম্যারাথনে অংশ নিয়েছেন। ধবধবে সাদা জগিং কস্টিউমে রাজপথে দৌড়ালেনও। সাথে দেহরক্ষী সহ নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও দৌড়ালেন। রান ফর ইউনিটির নামে এই ম্যারাথন। এদিন এই ম্যারথনে বিভিন্ন পেশার লোকজন যোগ দিয়েছেন। ছিলেন প্রশাসনের শীর্ষ আধীকারিকরা। প্রসঙ্গত, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী লৌহ পুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিবস উপলক্ষে এই রান ফর ইউনিটি ম্যারাথন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট