ব্যার্থ টেলর-মুনরো, সপ্তম জয় পাকিস্তানের


বৃহস্পতিবার,০১/১১/২০১৮
638

বাংলা এক্সপ্রেস---

প্রায় সাত মাস পরে আন্তর্জাতিক খেলতে নেমে, প্রথম ম্যাচেই অল্পের জন্য পাকিস্তানের কাছে হারলো নিউজিল্যান্ড। এই ম্যাচ জয়ের সঙ্গে পাকিস্তান পরপর টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে সাত ম্যাচ জেতার নজির সৃষ্টি করলো। আবুধাবিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি তে নিউজিল্যান্ডকে দুই রানে হারালো পাকিস্তান। এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে পাকিস্তান তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায়। প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ ও শেষের দিকে টেলেন্ডার দের দাপুটে ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ১৪৮ রান করে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ হাফিজ ৪৫।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম কয়েক ওভার ধীরে খেলতে থাকেন নিউজিলান্ডের ওপেনার কলিং মনরো এবং গেলেন ফিলিপ্স। তারপর থেকে মুনরো নিজেস্য কায়দায় খেলতে থাকে এবং মুনরো কে যোগ্য সঙ্গত দেন ফিলিপ্স। তাঁরা প্রথম উইকেটের জন্য ৫০ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলেন। এরপর ফিলিপ্স কাট করতে গিয়ে, হাসান আলির বলে প্লেড অন হয়ে যান। এর কিছুক্ষুণ পরে মুনরো দ্রুত রান তুলতে গিয়ে সাদাব খানের বলে আসিফ আলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর নিউজিল্যান্ড একের পর এক উইকেট হারাতে থাকে। একদিকে রস টেলর একাই দল কে জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে।  কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। শেষ ওভারের শেষ বলে নিউজিল্যান্ডের দরকার ছিল সাত রান কিন্তু টেলর চার মেরেই শান্ত থাকেন।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট