কেন্দ্রীয় সংশোধনাগারে নিজের যৌনাঙ্গ কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা বন্দির


বৃহস্পতিবার,০১/১১/২০১৮
594

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: নিজের যৌনাঙ্গ কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল বন্দি , আর এতেই হুলুস্থুল কান্ড মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে । মুকুন্দ দোলুই নামে এক বন্দী বুধবার রাতে আপন আমার হঠাৎই নিজের যৌনাঙ্গ কেটে ফেলে । রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে । ঘন্টাখানেক ধরে চলে অস্ত্রোপচার । শারীরিক অবস্থার অবনতি হলে মাঝরাতেই তাকে রেফার করা হয় কলকাতায়।

সূত্রের খবর, বিচারাধীন বন্দী মুকুন্দ জুলাই এর বাড়ি চন্দ্রকোণায়। মানসিক অবসাদ এর জেরেই এমন ঘটনা বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। ব্লেড জাতীয় কোন ধারালো অস্ত্র দিয়ে যৌনাঙ্গ কাটা হয়েছে বলেও মনে করছেন চিকিৎসকরা। কিন্তু সংশোধনাগারের সেলের মধ্যে ধারালো অস্ত্র কিভাবে এলো উঠছে সে প্রশ্ন। প্রশ্ন উঠছে, বন্দীদের নিরাপত্তা নিয়েও । কোন বন্দী যদি ধারালো অস্ত্র নিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করতে পারে তবে অপরকে আঘাত করাটা কি খুব কঠিন ব্যাপার , সেটাই প্রশ্ন । যদিও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার এর পক্ষ থেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট