স্ত্রীকে খুন করে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ


বুধবার,৩১/১০/২০১৮
513

বাংলা এক্সপ্রেস---

বেলডাঙ্গাঃ পণের দাবিতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন স্ত্রীকে খুন করে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ মেয়ের পরিবার। মৃতের নাম জোৎস্না বিবি(২৮) ওরফে লালবানু। গৃহবধূর বাড়িতে এক মেয়ে ও দুই ছেলে।  অভিযোগ স্বামী সেলিম সেখশ্বশুর মহিবুল সেখশ্বাশুড়ি পরিষ্কার বিবির বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে মঙ্গলাবার বেলডাঙা থানার দলুয়া গ্রাম এলাকায়।

সূত্রের খবরবেলডাঙা থানার বেনাদহ গ্রামের জোৎস্না বিবির সঙ্গে পাশের এলাকা দলুয়া গ্রামের সেলিম সেখের সঙ্গে বিয়ে হয় বেশ কিছুদিন আগে। পেশায় শ্রমিক সেলিম সেখ। অভিযোগ,  বিয়ের পর থেকে স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনার চাপ দিত স্বামী সেলিম সেখ। বেশ কিছুদিন আগে জমি বিক্রি করে বাবার বাড়ি থেকে টাকাও নিয়ে আসে মৃত গৃহবধূ জ্যোৎস্না বিবি। এখন আবার টাকার চাপ দিলে তার প্রতিবাদ করে স্ত্রী। প্রতিবাদ করলে স্বামীশ্বশুড় ও শাশুড়ি তাকে মেরে ফেলে গায়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। মেয়ের পরিবারের লোকজন বেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট