পশ্চিম মেদিনীপুরঃ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জেলা আবগারি দপ্তরের জেলা সুপারের উদ্যোগে গোপন দাসপুর থানার চাঁদপুর এবং অরিট এলাকায় দেশী চোলাই মদের ঠেকগুলিতে ব্যাপক অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে খবর,পশ্চিম মেদিনীপুরের চাঁদপুর, বেলতলা, রাজনগর, গুঁড়লি, রূপনারায়ণপুর, আরিট ও নাড়াজোলের মত বিভিন্ন এলাকাগুলিতে চোলাই মদের ব্যবসা রমরমিয়ে চলছে বলে অভিযোগ।
আবগারি দপ্তরের তৎপরতায় উদ্ধার দেশি চোলাই মদ
বুধবার,৩১/১০/২০১৮
552
বাংলা এক্সপ্রেস---