চন্দননগর জগদ্ধাত্রী পূজোর পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সমিতি। চন্দননগর স্তব্ধ করে রাস্তায় জনসমুদ্র নেমেছিল। এ দিন সন্ধ্যায় ৮৫০ জন মানুষ পায়ে পা মিলিয়ে হেটে সারা চন্দননগর পথে। সঙ্গে ছিল ঘোড়ার গাড়ি, আদিবাসী নৃত্য, ৩ রকম ব্যন্ড। পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সমিতি জগদ্ধাত্রী পুজোর এই সন্ধ্যায় ফেড়ী দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।
চন্দননগর জগদ্ধাত্রী পূজোর পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সমিতি
বুধবার,৩১/১০/২০১৮
659
বাংলা এক্সপ্রেস---