জাতীয় বিপর্যয় হ্রাস করণ দিবস উদযাপন


মঙ্গলবার,৩০/১০/২০১৮
515

আক্তারুল খাঁন ---

হাওড়া: হাওড়া জেলার জয়পুর থানার আমতা ২ বিডিও অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো মকড্রিল ও পদযাত্রা। সচেতনতা আলোচনা, হাওড়া জেলা বিপর্যয় ব‍্যবস্হাপন দপ্তরের সহযোগিতায়,আমতা ২ পঞ্চায়েত সমিতির ব‍্যবস্হাপনায় , আমতা ২ বিডিও অফিস প্রাঙ্গণ থেকে জয়পুর মোড় প্রর্যন্ত জয়পুর ফকির দাস ইন্সটিটিউট সানের ব‍্যাণ্ড সহ পদযাত্রা হয়।

এই পদযাত্রায় উপস্থিত ছিলেন আমতা ২ বিডিও দেবদাস নস্কর, আমতা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল, আমতা ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা শিশু ও নারী, ত্রাণ কর্মাধ্যক্ষ মিঠু বাড়ুই সহ অন্যান্য কর্মাধ্যক্ষ, আমতা ২ বি ডি এম ও মনোরঞ্জন জানা, পিডিও রাজু মণ্ডল, জয়পুর থানার ওসি তাপস নস্কর প্রমুখ। বিপর্যয় ব‍্যবস্হাপন দপ্তরের কর্মী ও ভলেন্টিয়ার  প্রাকৃতিক বিপর্যয়, বন‍্যা, আগুন, জলে ডুবে গেলে উদ্ধার করার পন্থা ,পদ্ধতি উন্নতজান্তৃিক মাধ‍্যমে প্রদর্শনী করা হয় কিউআরটির সদস্যরা পর্যায়ক্রমে দেখাতে থাকেন। উপস্থিত জনেরা এই মকড্রিল দেখে প্রশ্ন উত্তর এ অংশগ্রহণ করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট