ত্রিপুরায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, রাজ্য জুড়ে চাঞ্চল্য


সোমবার,২৯/১০/২০১৮
861

প্রসেনজিৎ দাস---

আগরতলা: জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাধারঘাট কেশব সংঘ এলাকায়। দুপুরে বাধারঘাট কেশব সংঘের একটি বাড়ি থেকে এক দম্পতির ফাঁসিতে ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত দম্পতি শঙ্কর চক্রবর্তী এবং অনামিকা চক্রবর্তীর মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে কোনও মানসিক অশান্তি ছিল কিনা সে বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলতে পারেনি পুলিশ।

তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন দম্পতির মধ্যে কোনও পারিবারিক অশান্তি ছিল না। তাঁদের মধ্যে ঝগড়াও হত না। তবু কেন তাঁরা ফাঁসিতে ঝোলে আত্মহত্যা করেছেন সে ব্যাপারে পরিবারের অন্যান্য লোকজন বোঝে উঠতে পারছেন না। তবে ঘটনাটি আত্মহত্যা না-অন্যকিছু সে রহস্য উদ্ঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁরা দম্পতির মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে তবে সব কিছু স্পষ্ট বোঝা যাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট