জাতীয় বিপর্যয় ঝুঁকি হ্রাসকরণ দিবস পালিত হল ঝাড়গ্রাম জেলায়


সোমবার,২৯/১০/২০১৮
427

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: সোমবার জাতীয় বিপর্যয় ঝুঁকি হ্রাসকরণ দিবস পালিত হল ঝাড়গ্রাম জেলায়। সিভিল ডিফেন্স ট্রেনিং প্রাপ্ত সেচ্ছাসেবকের নিয়ে একটি অনুষ্ঠান ও মহড়া হয় ঝাড়গ্রাম জেলা কালেক্টরেট অফিস প্রাঙ্গণে। এদিন জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর উদ্যোগে এই দিবস পালিত হয়। অনুষ্ঠানে ঝাড়গ্রাম জেলায় ৬০ জন সিভিল ডিফেন্স ট্রেনিং প্রাপ্ত সেচ্ছাসেবক যোগ দেয়।

এছাড়াও খড়্গপুরের সিভিল ডিফেন্সের ও ঝাড়গ্রাম দমকল বিভাগের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পুলক শর্মা নেতৃত্বে লোকজন ছিলেন। প্রথমে বিবেকানন্দ সভাঙ্গণে একটি অনুষ্ঠান হয়। তারপর জেলা কালেক্টরেট অফিস প্রাঙ্গণে মহড়াটি হয়। কুই্যক রেসপন্স টিমের লোকজন মহড়ার মাধ্যমে দেখান প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলাদের কিভাবে উদ্ধার ও সাহায্য করা হবে। তারপর কোন জায়গায় আগুন লাগলে কিভাবে নেভানো হবে, তা মহড়া আকারে দেখান দমকলের কর্মীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট