আমডাঙ্গা: আমডাঙ্গা থানার অন্তর্গত বইচগাছিয়া গ্রাম যেখানে সপ্তাহ খানেক আগে রীতিমতো গৃহযুদ্ধের পরিবেশ তৈরী হয়েছিল। এক ঘন্টায় দু হাজার বোম পড়েছিল, তিন থেকে চার জন মানুষ মারা গিয়েছিলো। সেখানে অনুষ্ঠিত হলো সম্প্রীতির রক্তদান শিবির। উপস্থিত ছিলেন আমডাঙার বিধায়ক মাননীয় রফিকুর রহমান এবং নৈহাটির বিধায়ক পার্থভৌমিক। উপস্থিত দুই বিধায়ক তাঁদের বক্তব্যে এলাকায় শান্তি বজায় রাখার জন্য গ্রামবাসীদের কাছে আবেদন করেন।
আমডাঙ্গায় অনুষ্ঠিত হলো সম্প্রীতির রক্তদান শিবির
সোমবার,২৯/১০/২০১৮
1079
বাংলা এক্সপ্রেস---