হিন্দি ছবির স্যুটিং করতে অভিষেক বচ্চন চুঁচুড়ায়


রবিবার,২৮/১০/২০১৮
1137

বাংলা এক্সপ্রেস---

সকাল থেকেই খবরটা ছড়িয়ে পড়ে চুঁচুড়া শহরে। আর যায় কোথায়! জুনিয়ার বচ্চন বলে কথা। চুঁচুড়ার তামিলিপাড়ায় ভিঢ় উপচে পরে। প্রখ্যাত বাঙালি পরিচালক অনুরাগ বসুর একটি হিন্দি ছবির স্যুটিং করতে আসেন অভিষেক বচ্চন। চুঁচুড়ার তামিলিপাড়ায় আজ সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলো। দুপুর ‍‍১২ টা নাগাদ একটি সাদা গাড়িতে চেপে বিগ বি পুত্র আসেন গঙ্গা পাড়ের তামিলিপাড়ায়।

গাড়ি থেকে নেমেই তিনি আগে থেকে রাখা নিজের মেকআপ ভ্যানে ঢুকে পড়েন। ঘন্টা খানেক বাদে ভ্যান থেকে বেরনোর পর শুরু হয় স্যুটিং। কৃত্রিম বৃষ্টির মধ্যে একটি টোটো চালানোর শট ছিলো তার। টোটোর ভিতরে রয়েছে একটি আহত শিশু। যাকে নিয়ে ছুটছেন অভিষেক। আর পিছনে তাঁকে ধাওয়া করছে পুলিশের একটি টিম। এদিন তামিলিপাড়ায় সাধারনের ভিঢ় ছিলো  চোখে পড়ার মত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট