জটিল রোগে আক্রান্ত মেহেদি ইমরানের চিকিৎসা খরচ বহন করতে অক্ষম পরিবার, সাহায্যের আবেদন


রবিবার,২৮/১০/২০১৮
576

সাদ্দাম হোসেন মিদ্দে---

সন্দেশখালি: উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি থানার বরুণহাটের কাটাখালি গ্রামের বাসিন্দা মেহেদি ইমরান। বছর আটত্রিশের ইমরান অত্যন্ত গরীব ঘরের সন্তান। দীর্ঘ পাঁচ বছর ধরে জটিল রোগে আক্রান্ত তিনি। পরিবারের একমাত্র রোজগেরে ব্যাক্তি বলতে তিনি। এমন অবস্থায় তার পরিবার কি করবেন ঠিক বুঝে উঠতে পারছেনা।

চিকিৎসকেরা বলছেন অস্ত্রপাচার করলে মেহেদির আশি শতাংশ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তার জন্য প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা। পরিবারের লোকজন চরম দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছেন। যায় করে বিড়ি বেঁধে চলে অভাব অনটনের সংসার। তাদের পক্ষে এত মোটা অঙ্কের টাকা জোগাড় করা কোন ভাবেই সম্ভব না। সুহৃদয় ও বৃত্তবান ব্যক্তিদের কাছে পরিবারের আবেদন এমন বিপদে তাদের পাশে দাঁড়ানোর।

যাঁরা সাহায্য করতে ইচ্ছুক তারা নিচে দেওয়া ব্যাঙ্ক একাউন্টে সাহায্য করতে পারেন।

একাউন্ট নম্বর-37907837548

আইএফএসসি নম্বর-sbin0014048

ব্রাঞ্চ নেম-Hingolganj

এই একাউন্টটি মেহেদি ইমরানের স্ত্রী রিফা খাতুন বিবির।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট