১৫ নভেম্বর ঠাকুরনগরে বিনাপানি দেবীর জন্মশতবর্ষ অনুষ্ঠানে হাজির থাকবেন মমতা


রবিবার,২৮/১০/২০১৮
823

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: আগামী ১৫ই নভেম্বর বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর২৪ পরগনা জেলার ঠাকুর নগরে সরকারি সভা করতে যাচ্ছেন।সেদিন তিনি তার মূল্যবান বার্তা দেবেন। এই উপলক্ষে জেলার গাইঘাটাতে তৃণমূল কংগ্রেসের এক প্রস্তুতি সভার অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন রাজ্যের খাদ্য মন্ত্রী তথা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধানসভার চিপ হুইপ তথা জেলা তৃণমূলের পর্যবেক্ষক বিধায়ক নির্মল ঘোষ ,জেলার তৃণমূল যুব সভাপতি বিধায়ক পার্থ ভৌমিক, সাংসদ ইদ্রিশ আলি, স্থানীয় সাংসদ মমতা বালা ঠাকুর, জেলার সভাধিপতি বিনা মন্ডল, সহ সভাপতি কৃষ্ণ গোপাল ব্যানার্জী, বিধায়ক অর্জুন সিং প্রমুখ।

খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার ভাষণে বলেন মতুয়া মহাসংঘের বড়ো মা বিনাপানি দেবীর জন্মশত বর্ষ উপলক্ষে এই সভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভাতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে।এই সভা এবং বড়োমায়ের জন্মশত বর্ষের ও কর্মময় জীবনের বিভিন্ন দিক ব্যাখ্যা করা হবে। আমরা জেলা ব্যাপী মিটিং মিছিল করবো। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির তীব্র সমালোচনা করে বলেন ওরা ২০১৯ এ ক্ষমতায় কোনোভাবে আসতে পারবে না । তারজন্য আমাদের বিজেপিকে রাজনৈতিক ভাবে শেষ করার প্রাণপন চেষ্টা করতে হবে। কারণ যদি কোনো ভাবে ওরা ক্ষমতায় আসে তাহলে হিন্দু মুসলিমের দের মধ্যে দাঙ্গা লাগবে ।ওপার বাংলা থেকে যারা এপার বাংলাতে এসেছে তাদের সব জোর করে ওপারে পাঠিয়ে দেবে।তিনি তাই এ বিষয়ে সমস্ত ধর্ম নিরপেক্ষ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে বলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হলে দেশের হাত শক্ত হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট